হবিগঞ্জে ৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৩:৫৯:৫১ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে চোরাই পথে ভারতীয় পণ্য নিয়ে আসার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মাধবপুর থানার এস আই রাজীব কুমার রায় ও শুভ অভিযান চালিয়ে পৌর এলাকার স্টেডিয়াম পাড়া থেকে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেন। এসময় শুল্ক ফাঁকি দেওয়া ১৩২০ প্যাকেট ট্যাং, ২৮৮০ পিস মেহেদী এবং ৪৮০পিস ক্রিম উদ্ধার করে পুলিশ। আটককৃত হাবিবুর রহমান (৪২) গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।