১৭ ও ১৮ মার্চ সিলেট মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:০৭:১০ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত জাতির পিতার জন্মদিনে আলোচনা সভা ও সমাবেশসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
এর মধ্যে রয়েছে- ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা আড়াইটায় শিশু কিশোরদের অংশ গ্রহণে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। ১৮ মার্চ শনিবার বিকেল ৪ টায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। কর্মসূচিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিজ্ঞপ্তি