রমজানে ব্যাংকে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:০৯:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক :
রমজান মাসে সারা দেশের ব্যাংকগুলো সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
তবে গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
গতকাল বুধবার ব্যাংকিংয়ের নতুন সময় ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে।