এমপি হাবিবের মধ্যস্থতায় লিডিং ইউনিভার্সিটিতে সৃষ্ট জটিলতার অবসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:১৮:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক :
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের মধ্যস্থতায় লিডিং ইউনিভার্সিটিতে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। গত মঙ্গলবার এমপি হাবিব বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে নিয়ে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর বাসভবনে যান। ১৩ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক জারিকৃত পত্রের বিষয়ে এমপি হাবিব আলোকপাত করেন এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পরামর্শ দেন। দানবীর ড. রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা সংসদ সদস্যের সাথে একমত হন। দানবীর ড. রাগীব আলীর আশীর্বাদ নিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এমপি হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিককেও আলোচনায় আমন্ত্রণ জানান এবং উপাচার্য ও ট্রেজারারকে পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করার পরামর্শ দেন।