সিলেটে ন্যাশনাল ডিফেন্স কোর্স’র দেশি বিদেশি প্রতিনিধিগণের ব্রিফিং সেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:২২:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক :
ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩ এর দেশি-বিদেশি প্রতিনিধিগণ সিলেট সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিং সেশনে মিলিত হন। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রতিনিধি দলের হেড অব টিম মেজর জেনারেল মো: মোস্তাগাউসুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিলকে ফুল দিয়ে বরণ করেন। এসময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা, এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার),পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়াসহ সিলেট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিং সেশনে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যটনকেন্দ্র, উন্নয়ন কর্মকান্ড, দর্শনীয় স্থান, সিলেট বিভাগের বৈদেশিক রেমিটেন্স, খনিজ সম্পদ, চা উৎপাদনের তথ্য ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। দেশি ও বিদেশি প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উত্থাপন করলে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি এসব প্রশ্নের জবাব দেন।
ওই দিন সকালে প্রতিনিধিদল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এবং গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। প্রতিনিধিদল ওই দুটি স্থান পরিদর্শন করে মুগ্ধ হন এবং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সদস্যদের আতিথেয়তার ভূঁয়সী প্রশংসা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট অঞ্চলের মরমী কবি হাসন রাজা, সাধক রাধারমণ দত্ত এবং বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করা হয়। মৌলভীবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমী ও সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীগণ সিলেটের ঐতিহ্য চা-নৃত্য এবং মণিপুরি রাস নৃত্য পরিবেশন করেন। দেশি-বিদেশি প্রতিনিধিগণ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠানের শিল্পীগণের প্রশংসা করেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) নাবিলা জাফরিন রীনা ও অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্টএন্ড অপারেশন্স) এম এ জলিল উপস্থিত ছিলেন।