রমজানে ব্যাংকিং খাতের নিরাপত্তা
এসএমপি’র সাথে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৪:৩৫:০৮ অপরাহ্ন

ডাক ডেস্ক :
পবিত্র রমজানে ব্যাংকিং খাতের নিরাপত্তা বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)র সাথে নগরীর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ। সভায় রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিসিবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, মধুমতী ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আলফালাহ ব্যাংক, বেসিক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
এসময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মো. সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাসসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এসএমপি’র মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।