মাধবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহকর্তার মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:২৬:৪৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
মাধবপুরে নতুন ঘরে পানির ট্যাংকের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের স্পর্শে গৃহকর্তা আব্দুল গফুর (৫৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। থানার এস আই রাজিব রায় জানান, আব্দুল গফুর তার নতুন ঘরে পানির ট্যাংক বসাতে গেলে ঘরের উপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে তার মাথার স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।