বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৩১:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে লিডিং ইউনিভার্সিটির বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান, সকাল ৯টায় দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ৪ থেকে ১২ বছরের ছেলে/মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক।