সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাণ গেল মোটর সাইকেল চালকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৩২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেট-সুনামগঞ্জ সড়কের জাংগাইল এলাকায় দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মো. আরেফিন (৩১) হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে। এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বুধবার রাত ১২টার দিকে জালালাবাদ থানাধীন জাংগাইল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও একজন আরোহী গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আরেফিনকে মৃত ঘোষণা করেন।