শাবিতে আন্ত:বিভাগ ফুটবল খেলায় হাতাহাতি ॥ আহত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৩৮:৪০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিসংখ্যান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্য ও প্রথম বর্ষের শিক্ষার্থী রাজি নামে দুজন আহত হয়েছে। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
ডাক্তারের বরাত দিয়ে প্রক্টরিয়াল বডির এক সদস্য জানান, তাদের অবস্থা ভালো আছে। মাথায় ও হাতে তারা আঘাত পেয়েছে। অপরদিকে, লোক প্রশাসন বিভাগের তিনজন আহত হয়েছেন। তারা হলেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সুজাত আলী, ২০১৮-১৯ সেশনের বেনজির আহমেদ নাহিদ। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকালে পরিসংখ্যান বিভাগ ও লোক প্রশাসন বিভাগের মধ্যে সেমি ফাইনাল খেলা চলছিল। খেলায় কোনো পক্ষেরই গোল না হওয়াতে শেষে টাই-বেকার হয়। এক পর্যায়ে পরিসংখ্যান বিভাগ জয়লাভ করে। টাই বেকারে লোক প্রশাসনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সুজাত শেষ শুট করেন। শুট করে ফেরার পথে সুজাতের গায়ে ধাক্কা দেন পরিসংখান বিভাগের একজন খেলোয়াড়। এতে সুজাত মাটিতে পড়ে গেলে, মাটি থেকে উঠে পরিসংখ্যানের শিক্ষার্থীদের কাছে জানতে চান আমাকে মারলি কেন’। এসময় উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। হাতাহাতির ঘটনা ঘটে। পরে দু’পক্ষকে আলাদা করে দেয় প্রক্টরিয়াল বডি ও উপস্থিত শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীরা হঠাৎ হাতাহাতিতে জড়ায়। প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত আছে। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।