বিশ্ব নিদ্রা দিবস আজ
ওসমানীর নাক-কান-গলা বিভাগে বিশেষ চিকিৎসা সেবার উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৪৮:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥
বিশ্বজুড়ে আজ শুক্রবার উদযাপন হবে বিশ্ব নিদ্রা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়-‘সু-স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য’। দিবসকে সামনে রেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা এবং হেড-নেক সার্জারি বিভাগ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
এর মধ্যে রয়েছে- নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া সহ সকল প্রকার স্লিপ এপনিয়াতে আক্রান্ত রোগীদের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম এবং স্লিপ সার্জারি। ঘুমের মধ্যে নাক ডাকা, শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়া সহ ঘুমজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্তদের ২০ মার্চ ২০২৩ পর্যন্ত অফিস চলাকালে ওসমানী মেডিকেল হাসপাতালের আউটডোর বিল্ডিং এর ২০৯ নম্বর কক্ষে আবাসিক সার্জনের সাথে অথবা হাসপাতালের ৪র্থ তলায় বিভাগীয় প্রধানের কক্ষে দায়িত্বরতদের সাথে যোগাযোগ করতে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মনি লাল আইচ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।