আনন্দ নিকেতনের সমাবর্তনে প্রফেসর জেরিনা হোসেন
শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৫২:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক :
একজন ব্যক্তি একাই সমাজের জন্য অনেক কিছু করতে পারে। একজন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছেন। তোমরা প্রত্যেকেই সমাজের জন্য কাজ করো, এককভাবে কিংবা সংঘবদ্ধভাবে। বড় স্বপ্ন দেখ। নিজের প্রতি বিশ্বাস রাখ।’ আনন্দনিকেতনের আইজিসিএসই ও আইএএল সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লিডিং বিশ্ববিদ্যালয়ের মডার্ণ সায়েন্স অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা স্থপতি প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী। অনুষ্ঠানে ৪৫ জন আইজিসিএসই ও ৩৭ জন আইএএল গ্রাজুয়েটের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেরিনা হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেরিনা হোসেন অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, বাচ্চাদেরকে তাদের মত করে স্বপ্ন দেখতে দিন; আপনার স্বপ্নকে তাদের উপর চাপিয়ে দেবেন না। বুয়েটের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জেরিনা হোসেন ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমের দীক্ষায় দীক্ষিত হতে বলেন। একই সাথে স্মরণ করিয়ে দেন -তোমরা শুধু সিলেট বা বাংলাদেশের নাগরিক নও, নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে চিন্তা কর।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আলমগীর সাফওয়াত, জিয়ারীন ইসলাম, অরবিন্দ চৌধুরী, চৌধুরী আবুল কালাম পারভেজ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাকির এলাহি মোঃ ফাহিম ও বহ্নি ইলোরা, আইজিসিএসই গ্রাজুয়েটদের মধ্য থেকে বক্তব্য রাখেন সারা জায়নাব মাহমুদ, ইবতিহাজ ফাইরুজ, আইএএল গ্রাজুয়েটদের মধ্যে বক্তব্য রাখেন ইফাজ হোসেন চৌধুরী, সাফিয়া রহিম, সান্নিধ্য রায় সাধ্য, নাঈমা ওয়াদুদ। অনুষ্ঠান শেষে স্কুলের প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হল ভর্তি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।