মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট মহানগর বিএনপি’র নতুন কমিটির কার্যক্রম শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৪:৫৬:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক :
সিলেটে মাজার জিয়ারত ও কুরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটি।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে কুরআন খতম ও হয়রত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি নেতৃবৃন্দ। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জিয়ারত পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর এর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মকন মিয়া, জেলা বিএনপির সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর এর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মোর্শেদ, সদস্য সচিব আফছর খান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএনপি নেতা মানিকুর রহমান মানিক, রেজাউল করিম নাচন, মুফতি নেহাল উদ্দিন, মিজানুর রহমান মিঠু, মিজান আহমদ, আব্দুল ওয়াদুদ মিলন, শেখ কবির আহমদ, আব্দুল মোমিন, শুয়াইবুর রহমান শোয়েব, তারেক আহমদ খান, মঞ্জুর খান, লুৎফুর রহমান সোহেল, মো. বাচ্চু
মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম প্রমূখ।