সিলামে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৪:৫১:০৫ অপরাহ্ন

———সৈয়দা জেবুন্নেছা হক
ডাক ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এদেশের নাগরিক হতে পারতাম না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত স্মার্ট বাংলাদেশের।
গতকাল শুক্রবার বিকেলে মদিনাতুল উলূম সিলাম মাদ্রাসা প্রাঙ্গণে যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী লিয়াকত আলীর অর্থায়নে হাজী ওয়াতির আলী, ওয়াজিদ আলী ও রইছ মিয়া হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুস্থদের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিশিগান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী লিয়াকত আলীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এপিপি এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক ফখরুজ্জামান সালেক, নূর জাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, গোয়াইনঘাট এম. সাইফুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জেলা যুব লীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা প্রভাষক মিছবাহ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, মহানগর আওয়ামী লীগ সদস্য জুমাদিন আহমদ, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের নেতা মোঃ মুজিব হোসেন, মহানগর জাসদ নেতা কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, ইকরাম হোসেন বখত, সদস্য ফজলুল করিম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মছব্বির তৈয়ব আলী, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম, যুবলীগ নেতা শেখ জুনেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুছাঈদ জুবেরী ছাদ, সমাজসেবক শাহ দিলওয়ার, অধ্যাপক নূরুল ইসলাম আলমগীর, সমাজসেবক বাহার উদ্দিন, আলিম উদ্দিন, ব্যাংকার মাহমুদুল হাসান তারেক, নূর মিয়া।