সিলেটে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:১৭:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিত ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৯ টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা এক মহানায়কের নাম। বিশ্বজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা পাওয়া বিরল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের সঙ্গে তাই জড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তিনি বাঙালি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। তাকে নিয়ে বিশ্বনেতারাও গর্ব করেন। বক্তারা, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌসিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও (আইসিটি) এ এস এম কাসেম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায়, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার নুশরাত আজমেরি হক, সিলেট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর আলম ভুঁইয়াসহ সরকারী বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, ডিআইজি, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
মহানগর আওয়ামী লীগ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা. আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, এডভোকেট কিশোর কুমার কর, মো. আব্দুল আজিম জুনেল, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা এডভোকেট আব্দুল মালিক, আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ আব্দুর রব হাজারী, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, ও সাধারণ সম্পাদকবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, তাজ আহমদ লিটন, এম.এ খান শাহীন, জায়েদ আহমেদ খাঁন সায়েক, শেখ সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদর, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, আহমেদ হান্নান, রুমেল আহমদ রুমিন, মইনুল ইসলাম মঈন, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন আনার প্রমুখ।
জেলা আওয়ামী লীগ : জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামালের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মো. জাকির হোসেন, আমাতোজ জোহরা রওশন জেবিন, এডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকিম দিনা আক্তার, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ।
সিলেট জেলা ও মহানগর যুবলীগ : বঙ্গবন্ধুর জন্মদিনে গতকাল শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন স্মার্ট মানুষ। তিনি সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিকতা পরিষ্কারভাবে অনুধাবন করতে পেরেছেন বিধায় একটি রাষ্ট্র এবং জাতি উপহার দিতে পেরেছেন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ও মহানগরের মুশফিক জায়গীরদার। এছাড়াও জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশন : যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিলেট সিটি কর্পোরেশন। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। এতে বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর মো. আজম খান, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান। সভায় সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
শাবি : শাবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবস উদযাপন শুরু হয়। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিকে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ও রচনায় সাবলীলতা ও দূরদর্শিতা’ প্রবন্ধ উপস্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং নির্ধারিত আলোচক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বক্তব্য দেন।
সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল বেলা দেশাত্ববোধক গান প্রচার করা হয় এবং আনন্দ শুভাযাত্রা বের করা হয়। সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে র্যালীতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালী শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কেমুসাস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শহিদ সুলেমান হলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন ও কার্যনির্বাহী সদস্য জগলু চৌধুরী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপকমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপকমিটির আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন জুয়েল এবং গীতা পাঠ করেন বিমান বিহারী বিশ্বাস।
রেডক্রিসেন্ট সোসাইটি : জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ রেডক্রিসেন্ট সোসাইটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল বেলা আড়াইটায় জেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ, যুব রেডক্রিসেন্টের সদস্যরা।
এমসি কলেজ : প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদায় সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আশরাফুল কবীরের নেতৃত্বে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। পরে কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, কর্মচারী পরিষদ, কলেজের বিভিন্ন বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে কলেজের অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জেবিন আক্তারের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।
ওসমানীনগর : নিজস্ব সংবাদদাতা জানান, ওসমানীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি রাজীব দাস পুরকায়স্থ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত।
জৈন্তাপুর : নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর প্রেসক্লাব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২, সিলেট গ্যাস ফিল্ডস লি: নন সিবিএ সংগঠন। সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, উপজেলা প্রকৗশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
ছাতক : নিজস্ব সংবাদদাতা জানান, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরে পালন করা হয়েছে শিশু উৎসব। গতকাল সকাল ১০টা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু দিবস পালন করে খেলাঘর আসরের শিশু-কিশোররা। সকালে খেলাঘর আসর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে খেলাঘর আসর কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক তমাল পোদ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাংবাদিক সাকির আমিন, সংগীত শিক্ষক অজিত কুমার দাস, খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, নৃত্যের শিক্ষিকা ঈশিতা দাস, সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে এবং পল্লী জীবিকায়ন প্রকল্প অফিসার শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দীক প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্ব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্নসাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু প্রমুখ।
দিরাই : দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, নানা আয়োজনে দিরাইয়ে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান। সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জগন্নাথপুর : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।