ছাতকে মাওলানা সৈয়দ জুলকদর আলমের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:২১:২০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের প্রবীণ আলেম সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও পূর্বপাড়ার বাসিন্দা মাওলানা সৈয়দ জুলকদর আলমের দাফন সম্পন্ন হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা সৈয়দ জুলকদর আলম উপজেলার কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুনিরজ্ঞাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সৈদেরগাঁও পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, সিংচাপইড় ইউপি সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানগণ।