সমাজসেবী আব্দুল জব্বার জলিলের রিট
হিজড়া ওয়েলফেয়ার বোর্ড গঠনের আদেশ দিয়ে আদালতের রুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:২২:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক :
তৃতীয় লিঙ্গ বা হিজড়া ওয়েলফেয়ার বোর্ড গঠনের আদেশ দিয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আব্দুল জব্বার জলিলের দায়েরকৃত রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার শুনানীশেষে বিচারপতি কে.এম. কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলী এ আদেশ দেন।
তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের পৈতৃক সম্পত্তির অধিকার ও সামাজিক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সুরক্ষাসহ অন্যান্য বিষয়ে সমর্থন দেয়ার জন্য হিজড়া ওয়েলফেয়ার বোর্ড কেন গঠন করা হবে না মর্মে সরকারের পক্ষে আইন সচিব, সমাজকল্যাণ সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, মহাপুলিশ পরিদর্শকের প্রতি রুলনিশি জারি করেছেন।
ব্যবসায়ী ও সমাজসেবী মো. আব্দুল জব্বার জলিল বাদী (রিট পিটিশনার) হয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন নং ৩৩৬৮/২০২৩ দায়ের করেন। বাদীর (রিট পিটিশনার) পক্ষে মামলাটি শুনানী করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার মুহাম্মদ আব্দুল হালিম কাফি।