অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেবে শাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:২৫:৪১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি :
অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। ১২ সেমিস্টারেও পাস করতে না পারা শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করতে বিশেষ সেমিস্টার চালুর মাধ্যমে পরীক্ষা নেয়ার কথা জানান শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। গত বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিল সভা শেষে এ তথ্য জানিয়েছেন শাবি কোষাধ্যক্ষ।
তিনি বলেন, অনেক শিক্ষার্থী ১২ সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়ার পরও স্নাতক পরীক্ষায় পাস করতে পারেনি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এসকল শিক্ষার্থীকে দুই সেমিস্টারের মাধ্যমে বিশেষ পরীক্ষা নিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ দেবে বিশ্ববিদ্যালয়। তবে, যারা ১২ সেমিস্টারের কম সেমিস্টারে অংশ নিয়েছে; তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষা কবে হবে জানতে চাইলে তিনি বলেন, এ বছরই পরীক্ষা হবে। তবে কবে হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ছাড়া সকল বিভাগে স্নাতক চার বছরে ৮ সেমিস্টার পরীক্ষার মাধ্যমে ডিগ্রী সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও অতিরিক্ত দুই বছরে ৪ সেমিস্টার পরীক্ষায় অংশ নিয়ে ডিগ্রী সম্পন্ন করার সুযোগ রয়েছে। সবমিলিয়ে ১২ সেমিস্টারেও যারা স্নাতক ডিগ্রী সম্পন্ন করতে পারেনি, শুধুমাত্র তারাই এই বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে।