নলুয়ার হাওরের ৮০০ মিটার বেড়িবাঁধ অরক্ষিত রেখে কাজ শেষ করতে তোড়জোড়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:২৬:৩৫ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে ফসল রক্ষায় ৮০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ না করায় হাওরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন। হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের দুই দফা সময় শেষ হলেও হাওরের ঝুঁকিপূর্ণ শালিকার বাঁধ এলাকা অরক্ষিত রেখে বাঁধ নির্মাণ কাজ শেষ করার তোড়জোড় চলছে। কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ১০ কোটি টাকা বরাদ্দ পেয়ে ৪৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির মাধ্যমে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ করা হচ্ছে। তার মধ্যে বোরো ফসলের জন্য জেলার অন্যতম বৃহৎ হাওর নলুয়ার হাওরের ফসল রক্ষায় ৩০টি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের ১৩ ও ১৪ নম্বর প্রকল্পের মধ্যবর্তী জায়গায় ৮০০ মিটার অংশ অরক্ষিত রাখা হয়। কোন প্রকল্পে এটি অন্তর্ভুক্ত না হওয়ায় শুরু থেকে কৃষকরা শঙ্কার কথা জানিয়ে ওই অংশে বাঁধের কাজ করার দাবি জানান।
কৃষক বশর মিয়া জানান, পাউবোর কাছে আমরা বার বার ওই অংশে কাজ করার দাবি জানিয়ে আসছি। তিনি জানান, যে অংশ অরক্ষিত রাখা হয়েছে ওই জায়গা শালিকার বাঁধ এলাকা নামে পরিচিত।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন বলেন, হাওরের এক অংশ দিয়ে পানি ঢুকলে পুরো হাওর নিমজ্জিত হয়ে যাবে এভাবে এক অংশকে অরক্ষিত রেখে বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন অযৌক্তিক।
তিনি অভিযোগ করে বলেন, এবার অনেক প্রকল্পে অতিরিক্ত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তারপরও নলুয়ার হাওরের আটশ’ মিটার অংশে বাঁধ নির্মাণ সংস্কার না করা দুঃখজনক।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, নলুয়ার হাওরের ১৩ ও ১৪ নম্বর প্রকল্পের মধ্যবর্তী জায়গার প্রায় ৮০০ মিটার অংশে গত বছরের মাটি থাকায় আমরা ওই অংশকে ঝুঁকিপূর্ণ মনে না করে কোন প্রকল্পে অন্তর্ভুক্ত করিনি। কৃষকদের দাবি ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে ওই অংশ দেখে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।