মাধবপুরে বাসের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:২৯:০৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় আহত অজ্ঞাত ব্যক্তি গতকাল শুক্রবার সকালে হাসপাতালে মারা গেছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর গুদামপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে মিতালী পরিবহনের একটি দ্রুতগতিতে যাওয়া বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ জনতার সহায়তায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নিয়ে গেছে।