বাংলাদেশ হতোনা —শামীম আহমেদ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৩৩:৩০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী শামীম আহমেদ চৌধুরী বলেছেন, ‘জাতির পিতার ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায় ভুল নেই। গত ৫০-৫২ বছরে তার মতো স্মার্ট লিডার হয়নি। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না, বাংলাদেশের সীমানা পেতাম না। বঙ্গবন্ধু ৭২ সালে যে সংবিধান দিয়েছিলেন, সেটি স্মার্ট সংবিধান।’
গতকাল শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে যুবলীগ নেতা রায়হানুল ইসলাম রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো:সাহেল, বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান শেখচান মেম্বার, জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আপন আহমদ, বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম, হাবিবুর রহমান, আল আমিন আহসান, সাজ্জাদ মাহমুদ, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রাসেল আহমেদ, মেহেদী হাসান, সোহেল তানভীর, নাজমুল হাসান, নয়ন আহমেদ, মামুন আহমেদ, জহিরুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।