ইতালিতে ঘুমের মধ্যে বিশ্বনাথের খসরু’র মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৩৪:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক :
ইতালিতে ঘুমের মধ্যে হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম খসরুজ্জামান খসরু (৩৫)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সাঙ্গিরাই গ্রামের সৈয়দ হাজী সুজন মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৪টার দিকে ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খসরুজ্জামানের বড়ভাই রুকন উদ্দিন কিনু জানান, ৬ ভাই ২ বোনের মধ্যে খসরুজ্জামান সর্বকনিষ্ট। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৬ সালে ইতালি পাড়ি জমান তিনি। দীর্ঘদিন অবস্থানের পর ২০২১ সালে সুযোগ লাভ করেন স্থায়ী বসবাসের। পরে গেল দুই মাস পূর্বে বাবা-মাকে নিয়ে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে আবদ্ধ হন বিবাহবন্ধনে। কিছুদিন দেশে অবস্থান করে গেল ১৭ জানুয়ারি ফের পাড়ি জামান নিজ কর্মস্থল ইতালির মিলানে।
তিনি আরও বলেন, মিলান শহরে একটি ম্যাচে সহকর্মীদের সাথে বসবাস করতেন খসরু। মৃত্যুর দিন, অন্যদিনের মত্যে কাজ-কর্ম শেষে স্বাভাবিক ভাবেই ঘুমোতে যান। পরদিন সকলে যার যার মতো কাজে গেলেও নিদ্রা ভাঙেনি তার। সহকর্মীরা কাজের বিরতির ফাঁকে এসে দেখেন তিনি এখনও ঘুমে। তার কোন সাড়া-শব্দ না পেয়ে তাদের সন্দেহ হলে বাড়ির মালিককে খবর দেন। পরে পুলিশ আসলে নিশ্চিত হওয়া যায় তিনি আর বেঁচে নেই। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।