হজের ভাড়া কমাতে মন্ত্রণালয়ের চিঠি বিমানের ‘না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৩৬:৫১ অপরাহ্ন

ডাক ডেস্ক :
হজ যাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, বাংলাদেশের সরকারি পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, চলতি বছর ভাড়া কমানোর সুযোগ নেই।
জানা গেছে, গত বুধবার হজের বিমান ভাড়া দেড় লাখ টাকা করার সুপারিশ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
তবে বৃহস্পতিবার দুপুরে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম জানান, চলতি বছর হজের বিমান ভাড়া ১ লাখ ৯৮ হাজার থেকে কমানোর সুযোগ নেই। এ তথ্য জানার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফের বিমান ভাড়া কমাতে লিখিতভাবে অনুরোধ করা হয়।
উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা এক চিঠিতে জানানো হয় এই অনুরোধ।