মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৪৩:৫০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি :
সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ফেঞ্চুগঞ্জ নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিসবাহ আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজনীতিক ও সামাজিক সংগঠনের সর্বস্তরের জনসাধারণ। পরে শিরনী বিতরণ করা হয় ।