ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক হাইস্কুল প্রতিষ্ঠা করা হবে—মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৩:২৭:০৮ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক হাইস্কুল প্রতিষ্ঠা করা হবে।
গতকাল শনিবার বিকেলে ছাতকের চরমহল্লা টেটিয়ারচর বাজারে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে হাজ্বী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নব নির্মিত একাডেমি ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় এমপি মানিক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপ নিচ্ছে। দেশের মানুষ এখন নিজের মৌলিক অধিকার ভোগ করতে পারছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো সুবিধা দেয়ার পথ ধরেই এগিয়ে চলছে দেশের উন্নয়ন কার্যক্রম। শিক্ষার হারকে শতভাগে উন্নীত করতে সরকার বৃত্তিমূলক বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে তৈরী করছে অত্যাধুনিক ভবন। শিক্ষার উন্নয়নে দেশের তৃণমূল পর্যায়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ।
এমপি এ প্রসঙ্গে বলেন, ছাতক-দোয়ারার শতকরা ৮০ভাগ শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক হাইস্কুল প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ছাতক-দোয়ারা সহ দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বালাদেশ বাস্তবায়ন করতে সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ রায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশতাক আহমদ। এর আগে চরমহল্লা ইউনিয়নের সাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদুলভ চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ১ কোটি টাকা ব্যয়ে পৃথক ৪টি একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।