সাবেক চেয়ারম্যান শহীদসহ ৪ জন জেলহাজতে
শান্তিগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৪:০১:২৪ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদাতা : শান্তিগঞ্জের উপ্তিরপাড়া গ্রামে প্রতিপক্ষকে গুলিবিদ্ধ করার ঘটনায় ৭৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপ্তিরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদসহ ওই গ্রামের আলী আহমদ, আমির আলী গ্রুপের ৭৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন (মামলা নং-৪,তারিখ ১৭ মার্চ ২০২৩ ইং)।
মামলার এজাহারভুক্ত আসামী সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদসহ ৪ জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলী আহমদ ও আমির আলী গ্রুপের লোকজন গ্রাম পঞ্চায়েতসহ সাইফুল ইসলাম, জমসিদ মিয়া গ্রুপের লোকজনকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে গ্রামবাসী বেরিয়ে পড়লে আলী আহমদ গ্রুপের ৪ জন লোক অগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে ও দেশীয় অস্ত্র দিয়ে জমসিদ মিয়া গ্রুপের লোকজনকে গুরুতর আহত করে। গুলিবিদ্ধ নুর আলম, আলী পাশা ও ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সাইফুল ইসলাম জানান, গ্রামে দ্বন্দ্ব সৃষ্টির পর আলী আহমদ ও তার পক্ষের লোকজন দীর্ঘদিন যাবৎ সিলেটে থাকেন। ঘটনার দিন তাদের একজন লোক দুর্ঘটনায় মারা গেলে তাকে বাড়িতে নিয়ে এসে লাশ দাফন করে। এরপর কয়েকজন অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসীকে সাথে নিয়ে এসে তাদের লোকজনকে ডাকাডাকি ও ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়ার হুমকি দেয়।
পরদিন বৃহস্পতিবার সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, আলী আহমদ গ্রুপের লোকজনের যোগসাজসে রাতে পুনরায় ভাড়াটে অস্ত্রধারী সন্ত্রাসীরা অগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আমাদের লোকদেরকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, অভিযোগের আলোকে ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।