ফেঞ্চুগঞ্জে ট্রাকের চাকা বিস্ফোরণে হেলপারের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৪:০৮:৪৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
নিহত কাওছার জৈন্তাপুর উপজেলার ধলইপাড়া গ্রামের মাহবুব হোসেনের পুত্র এবং ট্রাক মালিক আনোয়ারের ভাই।
গতকাল শনিবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সেনেরবাজার (কটালপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আশরাফ জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাওয়া বালু বোঝাই ট্রাক (নং সিলেট- মেট্রো-ট-২২-৮৬৯৪) ফেঞ্চুগঞ্জ উপজেলার সেনেরবাজার (কটালপুর) এলাকায় আসামাত্রই ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় গাড়ী চালক মিজান (২০) এবং হেলপার কাওছার (২০) ট্রাকের চাকা পরিবর্তন করতে গেলে চাকার টিউব বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে কাওছার অদূরে ছিটকে পড়ে। চালক মিজান ও আশপাশের লোকজন গুরুতর আহত হেলপার কাওছারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। কাওছারের মৃতদেহ জৈন্তায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।