কেমডেন সিটি মেয়র নাসিম আলীকে সংবর্ধনা দিয়েছে সিসিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৪:১১:৪৭ অপরাহ্ন

লন্ডনের কেমডেন সিটি মেয়র, কাউন্সিলর নাসিম আলী ওবিই ও কেমডেন সিটি প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গত শুক্রবার রাতে নগরের একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সিসিকের প্যানেল মেয়র-১ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে কেমডেন সিটি মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই বলেন, শিক্ষা ও পর্যটন বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কাজ করতে চায় কেমডেন সিটি। জনবান্ধব সিটি গঠনে সিসিক ও কেমডেন এক সাথে কাজ করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেমডেন সিটির ডেপুটি মেয়র কাউন্সিলর নাজমা রহমান, সিসিকের কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এমএম শওকত আমীন তৌহিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক, কেমডেন সিটি মেয়র কাউন্সিলর নাসিম আলী’র সহধর্মিনী নীলা চৌধুরী, ব্যবসায়ী সাব্বির রহমান প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খানসহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি