প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৪:২৩:৩৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ এর (সিলেট জেলা) উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় সিলেট এমসি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর প্রফেসর ড. রমা বিজয় সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভলাপমেন্ট কমিটি আয়োজিত এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ। প্রধান অতিথি রঙ-বেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক এর আম্বরখানা শাখার ম্যানেজার তাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, প্রাইম ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, উপশহর শাখার ব্যবস্থাপক ইব্রাহিম আলী, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ হারুন অর রশীদ , শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, ক্রীড়ানুরাগী বেলাল আহমদ, আম্পায়ার ইসমত আলী ও এস আই কে জুবেদ, স্কোরার মোঃ সোহেল রানা, অভিভাবকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। আজ রোববার সকাল ৯টায় এমসি কলেজ মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ।