বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে আলোচনা সভা
‘পবিত্র রমজানে ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য সরবরাহ করুন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৩:৪৫:৪০ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, সমগ্র মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাসে ব্যবসায়ীরা অনেক ছাড় দিলেও বাংলাদেশের কিছু সংখ্যক ব্যবসায়ী এই মাসেই অধিক মুনাফা করতে চান। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ব্যবসায়ীদেরকে পবিত্র রমজান মাসে আরও সংযত হয়ে ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য সরবরাহ করা এবং রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করার জন্য আহবান জানান।
গতকাল রোববার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। প্রধান অতিথি পবিত্র রমজান মাসে বাজারে ভোক্তা-বান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত অভিযান পরিচালনা এবং সকল ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশনা দেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ ও ক্যাব, সিলেট এর সভাপতি জামিল চৌধুরী। আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন বিএসটিআই সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান, কালীঘাট সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জিয়াউল হক, সাধারণ সম্পাদক হাজী মোঃ দিলোয়ার হোসেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট জেলা সভাপতি ময়নুল হক চৌধুরী, সিলেট ফল ব্যবসায়ী গ্রুপ সভাপতি হাজী ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মো: রাজ্জাক হোসেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল আহাদ, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ, সিলেট চাইনীজ রেস্টুরেন্ট মালিক সমিতি ডিস্ট্রিক ক্যাটারার গ্রুপ সভাপতি শান্তদেব, সিলেট ডেইরি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহেল, কনসাস কনজুমার্স সোসাইটি সিলেট জেলার সমন্বয়ক ইমদাদুল হক জীবন, সিলেট সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ডা. অনিক রায়, সিলেট মিষ্টান্ন ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কল্যাণ সমিতি ফুলকলি ডিজিএম মো: জসিম উদ্দিন, শাবিপ্রবির শিক্ষার্থী আনিকা তাহসিন নিধি প্রমুখ।-বিজ্ঞপ্তি