প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ ক্রস পার্টি প্রতিনিধিদের সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৩:৪৭:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : যুক্তরাজ্যের কনজারভেটিভ ও লেবার পার্টির (ক্রস পার্টি) পাঁচ এমপিসহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে ছিলেন-কনজারভেটিভ পার্টির পল ব্রিস্টো এমপি, অ্যান্থনি সি হিগিংবটাম এমপি, মিস জেন মেরিয়ন হান্ট এমপি ও টমাস প্যাট্রিক হান্ট এমপি এবং লেবার পার্টির পলেট হ্যামিল্টন এমপি, কাউন্সিলর আলেকজান্ডার টার্নার ব্রেন্টউড, ক্লিয়ার ইন্স্যুরেন্স এন্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান রডনি ফ্লাওয়ার, লাইভ টেস্টিং সলিউশন্স এন্ড সিইও ফর লাইভ পার্টনারস গ্রুপ মিস জো লি, জিআই ফাউন্ডেশনের ফাউন্ডার জিল্লুর রহমান এমবিই, জি আই ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ড. ইভেলিনা বেনইয়ালিয়েভা, পস স্পাইস লিমিটেড-এর চেয়ার গোলাপ মিয়া, বৃটিশ বাংলাদেশী ইয়াং টেলেন্টের ফাউন্ডার ও চেয়ারম্যান জুবের আলম।
গত শনিবার রাতে এ বৈঠকে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্রস-পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিশেষ করে ওষুধ ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য সাফল্য ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা মানসিক স্বাস্থ্য মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের ভূমিকারও প্রশংসা করেন ।
শেখ হাসিনা বলেন, মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানতো না এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ এটাকে মানুষের কাছে পরিচিত করেছেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, বাংলাদেশ অনেক দেশে বিভিন্ন ওষুধ রপ্তানি করে আসছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান হোক।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্য গোলাপ মিয়া জানান, সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেট জেলা ও সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, উপজেলায় সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় গোলাপ মিয়া গেল করোনা মহামারি ও বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তার কাছে তুলে ধরেন।
গোলাপ মিয়া জানান, সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনের আগ্রহ ব্যক্ত করলে নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে তাকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।