গোলাপগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন এমপি নাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৪:০০:১৫ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন সাবেক শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। গতকাল রোববার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যাতে খাদ্য সংকটে না ভোগে এর জন্য ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয়ের লক্ষ্যে বিভিন্ন স্থানে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। তিনি বলেন, আগামী রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি না করার জন্য সরকার খুবই আন্তরিক ভাবে কাজ করছে। মানুষকে ভোগান্তির লক্ষে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। আমাদের খাদ্যের কোন ঘাটতি নেই, সারা দুনিয়ায় খাদ্য সমস্যা দেখা দিলেও আমরা এক্ষেত্রে অনেক ভালো অবস্থানে আছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরিব ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। যার ফলে মানুষ আজ খাদ্য সংকটে পতিত হচ্ছে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। বিভিন্ন ধরনের কৃষিজাত খাদ্যপণ্য উৎপাদনে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আমাদের জন্য অবশ্যই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর ফজলুল আলম, আওয়ামী লীগ নেতা পারভেজ আহমদ প্রমুখ।