কামনা করে মৌলভীবাজার সমিতির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৪:৪৫:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার সমিতি, সিলেট এর উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে গতকাল রোববার বাদ আসর ধোপাদীঘির পারস্থ সিটি কর্পোরেশন জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আছরের নামাযের পর মসজিদের ইমাম উপস্থিত মুসল্লি ও সমিতির সদস্যদের নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় মৌলভীবাজার সমিতি, সিলেট এর সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সহ-সভাপতি আলহাজ্ব মো. রুস্তম খান, সমিতির উপদেষ্টা এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. জসীম উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী, কার্যনির্বাহী পরিষদ সদস্য এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, জীবন সদস্য আব্দুল কাইয়ুমসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরীও এ সময় উপস্থিত থেকে সার্বিক তত্বাবধান করেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি মেয়র আরিফুল হকের সুস্থতা