জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ
টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোট পুন:গণনার দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৪:৫০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। রোববার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সিরাজ মিয়া এক ভোটের ব্যবধানে হেরে যান। সেলিনা বেগম নামের সংরক্ষিত নারী সদস্য পদের আরেক প্রার্থীও পরাজিত হন। ফলাফল ঘোষণার পর এই দুজন নির্বাচনে অনিয়ম ও প্রতারণার অভিযোগ আনেন। গতকাল রোববার দুপুরে তাদের দুজনের পক্ষে এলাকার শতাধিক বাসিন্দা নির্বাচনের ফলাফলে প্রতারণার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে তার কার্যালয়ে আসেন। এলাকাবাসী অভিযোগ করেন, জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করতে চাননি। পরে বিক্ষোভকারীরা শ্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করেন। পরে এই দুই পরাজিত প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে আজবাহার আলী শেখ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় পরাজিত প্রার্থীদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস দেন তারা।
পরাজিত প্রার্থী সিরাজ মিয়া বলেন, ভোটে আমাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে। এই অভিযোগ দিতে এলাকার ভোটাররা এখানে এসেছিলো। কিন্তু জেলা প্রশাসক স্মারকলিপি নিতে না চাওয়ায় তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠে।
এ ব্যাপারে এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিছু লোক হট্টগোল করছে শুনে আমরা এখানে আসি। পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
তিনি বলেন, এরপর ওই দুই প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। আমরা তাদের স্মারকলিপিটি গ্রহণ করে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি।
জেলা প্রশাসক বরাবারে দেয়া স্মারকলিপিতে মেম্বার প্রার্থী সিরাজ মিয়া ও সেলিনা বেগমের সমর্থকরা টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র তাহফিজুল কোরআন মাদ্রাসায় অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান। এই কেন্দ্রে এক ভোটে নাসির উদ্দিন মেম্বার নির্বাচিত হন।