সিলেটে আলিম-উলামার সাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৯:১১:০২ অপরাহ্ন

সিলেটে তিন শতাধিক আলিম-উলামার সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৌলানা আব্দুল মালিক মোবারকপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ইসলাম ধর্ম কিংবা সিলেটের স্বার্থবিরোধী কোন কাজ আমি কখনোই করিনি, ভবিষ্যতেও করবো না।
আজীবন ইসলাম ধর্ম ও সিলেটবাসীর খাদেম হিসেবে আল্লাহ যেনো কবুল করেন এই দোয়া চাই। তিনি বলেন, সিলেটে ওলি-আউলিয়া ও আলিম-উলামাদের ধারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজও এই অঞ্চলের মানুষ আলিম উলামাদের সম্মান করে। আমি আলিম উলামাদের পরামর্শ নিয়ে সিলেট সিটিকে একটি নান্দনিক মডেল সিটিতে পরিণত করতে চাই। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কারী আব্দুল মতিন, নয়াসড়ক মাদ্রাসার মোহতামীম মাওলানা সাইফুল্লাহ, সোবহানীঘাট মাদ্রাসার মোহতামীম মৌলানা আহমদ কবির, নায়েবে মোহতামীম মৌলানা আহমদ সগির, দরগাহ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, মৌলানা আব্দুর রহমান, মৌলানা শিহাব উদ্দিন,মাওলানা এহসান উদ্দিন, মৌলানা আব্দুল হামিদ, মৌলানা ফখরুজ্জামান, মাওলানা খলিলুর রহমান খানসহ আলেম উলামাবৃন্দ।-বিজ্ঞপ্তি