শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ হবে……মোয়াজ্জেম হোসেন রতন এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৩:৫৩:২৭ অপরাহ্ন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন, প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা গত ১৮ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ৫৮ জন সহকারী শিক্ষককে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা সহজীকরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
সমিতির সভাপতি নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মিছবাহ উদ্দিন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্ত পাল, কামরুল হাসান, হেলাল আহমদ, প্রভাকর দাস মুকুল, তমাল কান্তি তালুকদার, আকমল হোসেন, নুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন গোলাম সারোয়ার ও গীতা পাঠ করেন সিন্ধু ভূষণ তালুকদার। বিজ্ঞপ্তি