শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে একজন ছুরিকাহত, উত্তেজনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৪:৩৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে শ্রমিকদের দ’ুপক্ষে উত্তেজনার জের ধরে এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আসন্ন রমজান উপলক্ষে নিজেদের মধ্যে চাঁদা তুলে একটি গরু জবাই করা নিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। তাদের দু’পক্ষের মাঝে এখন সমঝোতার চেষ্টা চালাচ্ছেন পরিবহন শ্রমিক নেতারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা নিজেদের মধ্যে চাঁদা তুলে গতকাল দুপুরে একটি গরু কিনে নিয়ে আসেন জবাই করার জন্য। এসময় একটি বিষয় নিয়ে স্ট্যান্ডের রিপন ও আলমগীর নামের দুই শ্রমিকের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আলমগীর ফোন করে বহিরাগত ১৫-২০ জনকে নিয়ে এসে রিপনের উপর হামলার চেষ্টা করেন। এসময় বিরোধ মেটাতে সেখানে উপস্থিত থাকা শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে (৩৮) আলমগীরের লোকেরা ছুরিকাঘাত করেন। এছাড়াও দুপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একটি কার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত আনোয়ারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।