সুনামগঞ্জে বিমানবন্দরের জন্য জায়গা দেখতে বললেন পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:১১:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জে বিমানবন্দর হবে। জায়গা দেখেন। এখানে ছোট ছোট বিমান আসবে। যাত্রীও হবে। আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যেও অনেকে বিমানে যাবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জে কৃষি কলেজ করা হবে। কলেজ করা হলে অতি সহজেই অনুমোদন করা যাবে। তেমন বেগ পেতে হবে না। সরাসরি আমার মন্ত্রণালয় করতে পারবে। তিনি বলেন, সুনামগঞ্জে রেল আসবে। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ-ময়মনসিংহ যাবে। তবে যেদিকেই হোক রেল সুনামগঞ্জে আসবে। ছাতক হয়ে আসুক আর গোবিন্দগঞ্জ হয়েই আসুক। যেদিকে আসবে ছাতকের বেশী লোক উপকৃত হবে। গোবিন্দগঞ্জ হয়ে আসলে ধারণ, জাউয়া, শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ আসবে। তবে এটা প্রকৌশলীরা নির্ধারণ করবেন। কোন দিকে আসলে হাওরের জীববৈচিত্র্য রক্ষা হবে। বেশী মানুষ সেবা পাবে। এটাই হল বড় কথা।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধ আছে। সুনামগঞ্জের উন্নয়নে তিনি অত্যন্ত আন্তরিক। তাঁর আন্তরিকতার ফলে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে উড়াল সড়কের কাজ শুরু হয়ে গেছে। বিশ^বিদ্যালয়ের কাজ আগামী মাসে শুরু হবে। একাত্তরের সংগ্রামের মূলবার্তাই ছিল মুক্তির এবং স্বাধীনতার। আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু মুক্তি একটা বিশাল ব্যাপার। এর অনেকগুলো অনুষঙ্গ আছে। সার্বিক মুক্তি। যেমন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানা অনুষঙ্গ। সেই সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের প্রতি শেখ হাসিনার আনুগত্য আছে।
সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিন স্মার্ট বাংলাদেশ বিষয়ক একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রামাণিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, সুনামগঞ্জ বারটান-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লাল, ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন প্রমুখ।