রাগীব আলী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন- ২ এর উদ্বোধন ----ড. রাগীব আলী
খেলাধুলায় অগ্রগতি ও অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৩১:১৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিক ও সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ সিজন-২ এর উদ্বোধন করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দেশবরেণ্য সমাজসেবক দানবীর ড. রাগীব আলী। গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনকালে সমাজসেবায় জীবন্ত কিংবদন্তি, মানবকল্যাণে নিবেদিত দানবীর ড. রাগীব আলী বলেন, খেলাধুলা জাতিকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করে। খেলাধুলার মাধ্যমে দেশের আপামর জনগণ একাত্ম হয়ে যায়। সিলেটে বাংলাদেশ ক্রিকেট দলের অসামান্য অর্জন দেশবাসীকে আনন্দিত ও উৎফুল্ল করেছে। এই অগ্রগতি ও অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা।’
সিলেটের দক্ষিণ সুরমার রাগীবনগরে অবস্থিত রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মাঠে আয়োজিত টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- সিগনেচার স্পোর্টস ক্লাব, সিলেট ক্লাব ইউএসএ, সিলেট মিলেনিয়াম ব্যাচ-২০০০, এসআরআই টিভি এবং রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি দল।
মানবকল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় অংশগ্রহণ করা উচিত। এলাকার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দল এবং সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানসহ সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারী পরিচালক মো. জমিরুল হক সরকার। এসআরআই টিভি পাওয়ার্ড বাই রাগীব আলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সিজন-২ এ স্পন্সর হিসেবে রয়েছে প্লেয়ারস জোন, স্পোর্টস জোন, ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট, ভিভু, সিলেট ইউনাইটেড, নওয়াব কিচেনসহ খেলাধুলার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহ।