সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৪৫:২১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে জুয়ার আসর
থেকে ৫ জুয়াড়ি আটক
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কোম্পানীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পশ্চিম টুকেরগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র শাহ আলম, মৃত হবি মিয়ার পুত্র রাহিম, গিয়াস মিয়ার পুত্র আব্দুল গণি, পূর্ব টুকেরগাঁওয়ের মৃত আমির হোসেনের পুত্র জাহিদুল ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার হারুনুর রশিদের পুত্র মিজানুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, টুকেরগাঁও গ্রামের পূর্বপাড়ায় আবুল কালামের বাড়িতে জুয়ার আসর চলছিল। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম ও সুরঞ্জিত তালুকদার একদল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ কিছু টাকাসহ এ পাঁচজনকে আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।