সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৪৭:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আজ শুক্রবার রমজানের ১ম দিন। সিলেটসহ দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা গতরাতে তারাবিহ্-এর নামাজ আদায় করে শেষরাতে সেহরী খেয়ে আজ থেকে রোজা পালন করছেন।
পবিত্র কোরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় ইসলামী বিধান অনুযায়ী সিলেটসহ সারাদেশে মুসল্লিরা গতকাল এশার নামাজ শেষে তারাবিহ্ নামাজ পড়েছেন। এদিকে, গত বুধবার সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রোজা।
পবিত্র রমজান হলো কোরআন নাজিলের মাস। যে মাস মুসলমানদের শেখায় সংযম, ত্যাগ ও ইবাদতবন্দেগি। মুসলমানের জন্য পবিত্র মাহে রমজান বয়ে আনে রহমত, বরকত ও মাগফেরাতের বার্তা। নিজেদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় রমজানের এক মাস ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মাসটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বোনাসের মাস। কৃষক ফসল কাটার মৌসুমে প্রচণ্ড পরিশ্রম করে যেমন আনন্দ পায়; তেমনি আনন্দ অনুভব করেন একজন প্রকৃত মুমিন রমজানে কৃচ্ছতা সাধন করে। দিনের উপবাস আর রাতের তারাবিহ্র নামাজ কষ্টকর হলেও এগুলো তাদের কাছে সুখকর মনে হয়। কারণ এ মাসের ইবাদত অন্য মাসের ইবাদত অপেক্ষা ৭০ গুণ বেশি সওয়াব এনে দেয়। ওমরাহ হয় হজতুল্য। নফল হয় ফরজের সমান। রমজানের প্রতি প্রহরের আছে বিশেষ বিশেষ মর্যাদা। আহার-পানীয়তে আছে প্রচুর সওয়াব। বান্দার ইফতারে যেমন দয়াময় আনন্দিত হন; তেমনি এক টুকরো খেজুর কিংবা পানি অপর রোজাদারের মুখে ধরতে পারলেও দেন পূর্ণ রোজার সওয়াব! দানেও মিলে অন্য মাস অপেক্ষা ৭০ গুণ বেশি পুণ্য!
রমজান মাসের বিশেষ আকর্ষণ হচ্ছে শহরজুড়ে বাহারী স্বাদের ইফতার সামগ্রী বিক্রির হিড়িক। ঘরে মজাদার এবং স্বাস্থ্যসম্মত ইফতারী তৈরি হলেও হোটেল রেস্তোরাঁগুলোর মুখরোচক খাবারের প্রতি অনেকের থাকে বিশেষ আকর্ষণ। আজ বিকেল থেকে সেই খাবারের পসরা বসবে শহরজুড়ে।
লামাবাজার রয়েল শেফ এর কর্ণধার ফরিদ আহমদ জানান, ‘আমরা যারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করি, এই একটি মাস নিয়ে আমাদের বাড়তি কিছু পরিকল্পনা থাকে, প্রস্তুতি থাকে। ভিন্ন স্বাদের মজাদার আইটেমের থাকে প্রতিযোগিতা। এবারো তার কমতি হবে না। আজ থেকে শুরু হওয়া ইফতার বিক্রির ব্যস্ততা শেষ হবে ঈদের আগের দিন পর্যন্ত।’
হোটেল রেস্তোরাঁয় ইফতারি বিক্রির পাশাপাশি রোজাদারের দৃষ্টি থাকে নানা ধরণের দেশীয় ফলের দিকে। বিশেষ করে তরমুজ, কলা, বেলসহ দেশীয় ফলের চাহিদা থাকে বেশি। বিশেষ করে সেহরির সময় কলার চাহিদা বেশী থাকায় দামও বেড়েছে অন্যবারের চেয়ে বেশি। তবে তরমুজ রমজানের আগ থেকেই বাজারে ভিড় করছে। দামও রয়েছে সাধ্যের মধ্যে।
বন্দরবাজারের ফল ব্যবসায়ী সুমন বলেন, খেজুরের পাশাপাশি আপেল, তরমুজের চাহিদা থাকে প্রতিবছর। এবারও রমজানের আগের দিন সেই ফলগুলোই বেশি বিক্রি হয়েছে।
রমজান শুরু তাই গতকাল শহরে মানুষের চিরাচরিত ব্যস্ততা ছিলো সারাদিন। দোকানে দোকানে ছিলো ভিড়। অনেকেই ইফতার এবং সেহরিসামগ্রী কেনাকাটায় ব্যস্ত সময় পার করেছেন। এই ব্যস্ততা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।