চুনারুঘাটে ঘরে স্ত্রী-সন্তানের লাশ ॥ গাছে স্বামীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৫১:৩৮ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো সজ্জুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০)।
সন্ধ্যার দিকে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ গাছে ঝুলছিল। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন।
ওসি আরো জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় আর তার স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে ইয়াছিন মিয়ার মরদেহ বাড়ির ভিতরে পাওয়া গেছে। সজ্জুল হকের আরও তিন সন্তান জীবিত আছে।
স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করেছেন। মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।