আজমিরীগঞ্জে যুবলীগ নেতার হাতে উপজেলা প্রকৌশলী লাঞ্ছিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৫৭:২২ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক সরকারি কর্মকর্তাকে মারপিটের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কার্যালয়ের জেনারেল ফ্যাসিলিটেটর মোশারফ হোসেন তার বাম চোখে আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মমিনুর রহমান সজিব দুপুরে কার্যালয়ের ভেতরে গিয়ে কাজের চাহিদা মোতাবেক বিল না দেয়ায় উপজেলা প্রকৌশলীসহ কর্মকর্তাদের গালাগাল করেন। এ নিয়ে বাকবিতন্ডার পর এলজিইডির জেনারেল ফ্যাসিলিটেটর মোশারফ হোসেনকে মারপিট করেন।
খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আহত মোশারফ হোসেন জানান, মমিনুর রহমান সজিব এলজিইডির অধীনে একটি সড়ক মেরামতের কাজ করেছেন। তাকে চাহিদা অনুযায়ী বিল না দেয়ায় কার্যালয়ে এসে হামলা করে আমাকে মারপিট করেন ও উর্ধ্বতন কর্মকর্তাদের গালমন্দ করেন। তার হামলায় একটি টেবিলের গ্লাস ভেঙ্গে যায়।
এ বিষয়ে ইউএনও জুয়েল ভৌমিক জানান, ‘বিশৃঙ্খলার শব্দ শোনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা খবর পেয়েছি। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।
তবে অভিযোগটি অস্বীকার করে ভাইস চেয়ারম্যান সজিব জানান, এ রকম কোন ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে।