সিলেটের ডাক এ সংবাদ প্রকাশের পর জগন্নাথপুর সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন বিলে অবশেষে স্বাক্ষর দিলেন ইউএনও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৩:৫৮:৪০ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদাাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন বিলে অবশেষে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ছয় মাসের বেতন বিলের স্বাক্ষরিত চেক ব্যাংকে জমা হয়েছে।
জগন্নাথপুর সরকারি কলেজ সূত্র জানায়, ১৯৮৭ সালে জগন্নাথপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে কলেজটি জাতীয়করণের গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে জাতীয়করণের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসির সিদ্ধান্ত মোতাবেক সরকারিকরণের ঘোষণা হলেও দাপ্তরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত আগের মতো বেসরকারি নিয়মে শিক্ষক ও কর্মচারীদের বেসরকারি অংশের বেতন ভাতা ও আনুষাঙ্গিক বিল পরিশোধ করার কথা। পরিপত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষের যৌথস্বাক্ষরে এসব বেতন বিলে স্বাক্ষর করবেন।
কিন্তু নানা অজুহাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম শিক্ষক ও কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর না করায় এক বছরের বকেয়া বেতন বিল জমা হলেও শিক্ষক কর্মচারীরা ছয় মাসের বকেয়া বেতন বিল দাখিল করেন। শিক্ষকদের বেতন না পাওয়া ও অসন্তোষের খবর ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকায় প্রকাশিত হলে গত বুধবার রাতে কয়েকজন শিক্ষককে ডেকে বেতন বিলে স্বাক্ষর করেন ইউএনও ।
জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী যুব শংকর দাস জানান, গতকাল বৃহস্পতিবার ইউএনও ও কলেজ অধ্যক্ষের যৌথ স্বাক্ষরিত বেতন বিলের চেক ব্যাংকে জমা দিয়েছেন। তিনি জানান, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের বেতন বিল ২০ লাখ ৩৯ হাজার ৪৭০ টাকা জমা হয়েছে।