বিশ্বনাথের সাবেক ইউপি চেয়ারম্যান সামছুজ্জামানের ইন্তেকাল ॥ জানাজা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৪:০৩:১১ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশ^নাথ উপজেলা বিএনপির সহসভাপতি ও সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুজ্জামান সমছু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সামছুজ্জামান সমছু বেতসান্দি গ্রামের মরহুম হাজী আব্দুল বারীর পুত্র। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি এবং হযরত শাহজালাল (রঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুম’আ হযরত শাহজালাল (রহ.) দরগা জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জেলা বিএনপি’র শোক: বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি সামসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গতকাল এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পায়রা সমাজকল্যাণ সংঘের শোক: হযরত শাহজালাল (রঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা আজিজুল হক মানিক, জুবায়ের আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, এনামুল হক চৌধুরী, সাদিক মিয়া, সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, মো. আমজাদ হোসাইন, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুর নুর, মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, মুছাদ্দিকুন নবী, রিপন আহমদ, নিয়াজ মো. আজিজুল করিম, এ এস বাবলা, সাহেদুর রহমান শাবলু, শাহীন আহমদ প্রমুখ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।