পূর্ণাঙ্গ কমিটিকে ১৩ উপজেলা ও ৫ পৌর বিএনপির অভিনন্দন
জেলা বিএনপির বিগত এক বছরের কার্যক্রম প্রশংসনীয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৪:০৪:৪৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন নবগঠিত ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলার ১৩ উপজেলা ও ৫ পৌর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
যৌথ বিবৃতিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা বিএনপির কমিটি বিগত একবছর যে কার্যক্রম চালিয়েছে তা প্রশংসার দাবি রাখে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল উপজেলা ও পৌর বিএনপি রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটির নেতৃত্বে পুণ্যভূমি সিলেট থেকেই বর্তমান সরকারের পতন আন্দোলন শুরু হবে, ইনশাআল্লাহ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলী আকবর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শরিফুল হক, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ খান, সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির উদ্দিন। বিজ্ঞপ্তি