বড়লেখায় দিনমজুর হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৪:০৯:৫৯ অপরাহ্ন

বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় জাবলু আহমদ (২২) নামের এক দিনমজুর হত্যা মামলায় বাবা- ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুটমা গুচ্ছগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ছেলে উজ্জল মিয়া (২৫) ও বাবা মনু মিয়া (৬০)।
এর আগে গত ৯ মার্চ ছেলেকে হত্যার অভিযোগে নিহত জাবলুর বাবা শহীদ আহমদ উপজেলার মহদিকোনা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা কাজল মিয়া, সজল মিয়া, উজ্জ্বল মিয়া ও তাদের বাবা মনু মিয়া এবং মহদিকোনা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আলী আহমদ ও জবরিল মিয়াকে আসামি করে মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাবলু আহমদ পেশায় দিনমজুর। সজল মিয়া জাবলুর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করতেন। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মহদিকোনা আশ্রয় কেন্দ্রের সামনে কাজের টাকার ভাগবাটোয়ারা নিয়ে সজলের সঙ্গে জাবলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত থাকা কাজল মিয়া ধারালো ছুরি দিয়ে জাবলুর বুকে আঘাত করেন। গত ৮ মার্চ রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় জাবলু মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, দিনমজুর জাবলু হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।