ওয়ার্ল্ড ভিশন’র আয়োজনে ধর্মীয় নেতাদের মতবিনিময়
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয়া এবাদতের অংশ…….শাহ নজরুল ইসলাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৪:১৪:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বিকৃত মানসিকতার কারণে দেশে প্রতিনিয়তই শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এ ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। কারণ, ইসলাম নারী ও শিশু নির্যাতনকে কোন অবস্থাতেই সমর্থন করে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয়া-এবাদতের অংশ বলে উল্লেখ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত শিশু নির্যাতন বন্ধে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শাহ নজরুল ইসলাম আরো বলেন, মহান আল্লাহ তায়ালা মানবতার মুক্তির দূত হিসেবে পাঠিয়েছেন নবী মোহাম্মদ (সা.) কে। তিনি শিশুদের ওপর জুলুম নির্যাতন করতে নিষেধ করেছেন। মহানবী বলেছেন, শিশুদের ভালোবাসতে ও দয়া করতে। ছেলে ও মেয়ে শিশুদের ভেদাভেদ করার ওপর নিষেধ করেছেন মহানবী। সাধারণ মানুষের মাঝে মহানবীর এসব আদর্শ প্রচার ও বাস্তবায়নে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার জাবির আহমেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আলা উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন টুকের বাজার চ্যাট কমিটির সভাপতি ইসহাক আহমদ, সাংবাদিক আনাস হাবিব কলিন্স। এছাড়া, মতবিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রমের বিষয় তুলে ধরেন।