নিত্যপণ্যের দর স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে প্রশাসন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৩, ৪:১৯:১০ অপরাহ্ন
আম্বরখানায় মাংসের দোকান ও কালিঘাটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার : সিলেটে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে এবার মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পৃথক এ অভিযান পরিচালিত হয়। বাজার নিয়ে প্রশাসনের তদারকির কারণে কিছুটা সুফল পেতে পারেন বলে মনে করছেন ভুক্তভোগীরা। পৃথক অভিযানের সময় দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো না থাকা এবং ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠান ও ৭টি দোকানকে জরিমানা করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন জানান, জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আম্বরখানায় অভিযান পরিচালনা করে। এসময় ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দাম রাখার অপরাধে একটি মাংসের দোকানকে ৫ হাজার, একই অপরাধে একটি পাইকারি দোকানকে ৬ হাজার ও একটি মোদির দোকানে মূল্য তালিকা টানানো না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তার সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কালীঘাটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের টিম পরিচালিত অভিযানে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।