শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তা পরিদর্শনে-পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ৮:০৯:৩৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বহুল প্রতীক্ষিত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ রাস্তার চলমান কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
তাঁর প্রচেষ্টায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওই রাস্তাটি।
পরিকল্পনামন্ত্রী গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় রাস্তাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আল নুর তারেক, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী, উপ পুলিশ পরিদর্শক তপন কান্তি দাস প্রমুখ।
এছাড়াও পরিকল্পনামন্ত্রীর নিজ গ্রামে প্রতিষ্ঠিত আজিজুন নেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন করেন।